Blood Data Bank

[Hello, hope you are well. Here you will get an alternative solution to ensure germ-free blood. If local organizations or clubs, local branches of political organizations, campus organizations, libraries, non-profit organizations implement this idea, then millions of people will be benefited. If you agree with this idea, then hope you will take necessary step to save humanity. Two sample forms are enclosed here with the main article “Blood Data Bank” to help you. If you print the main article back to each form(s) can be used as ‘Form-1/Leaflet’ and ‘Form-2/Policy’ at a time. Thank you, Tawhidur Rahman Dear]


Blood Data Bank

We need blood at the situation of accident or medical treatment. The collected amount of blood is too low than demand. A lot of people are dying for the lack of blood every year. Non-profitable or commercial blood banks run to ensure the supply of blood. Some people including drug addicted sell blood to commercial blood banks for money which is the carrier of very harmful diseases like aids. To set up blood bank for preserving blood is also very expensive. Volunteer blood donor and alternative solution is needed to protest this type of problem.

An excellent database

Blood Data Bank is totally different than blood bank. Blood is stored in blood banks and ‘Blood Data Bank’ keeps only information about volunteer blood donors. Interested people for blood can collect the name, address, phone no. of interested blood donors from Blood Data Bank at crisis moment.  It is an old idea in a new shape which must be expanded everywhere, specially in the backward areas. Any local organizations or clubs, local branches of political organizations, campus organizations, libraries, non-profit organizations can easily make this concept possible.

Humanity

Who are interested to donate blood will enroll him/herself in the database of Blood Data Bank willingly. Similarly, blood receiver’s representative will not have to pay, even service charge, to Blood Data Bank authority for taking this service. Authority runs/will run this service from the mentality to help. It is perceptible, to pick up blood donor from his instructed place for hospital by appropriate vehicle and after blood transfusion to convey blood donor to his/her home is the moral duty of blood receiver’s representative. Everyone’s consciousness is desirable.

Be careful about blood group & germs

Blood donor, which blood group mentions in database at the time of enrolment that and donor’s blood is germ-free or not, Blood Data Bank never investigates. Representative of blood receiver will have to confirm the blood group with his/her own responsibility. If the mentioned blood group proved wrong later or germs found in blood then donor or Blood Data Bank authority will not be responsible.

Open for all

Anyone, aged from 18 to 60 years old is physically fit to donate blood. Like that this service is open for all including on the ground of religion, language, political opinion, financial condition, educational qualification, age, profession etc.

Fortune

Who can say you or member of your family will never fall in danger? If you help others today, Almighty will must return it to you.



Form-1



A project of (Organization’s name)
Blood Data Bank
Address : _______________________________________
_______________________________________­­­­­­­­­­­­­­­­­­_________



Information about Blood Donor

Blood Group ‘         ’

Name :
Birth date :
Phone :
Address :



I have read & understood the policy printed back of this form. I am interested to donate blood willingly and for this, want to be the member of blood data bank. I declare that mentioned information is right. if Blood Data Bank authority or blood receiver’s representative need, can contact with me.



(Signature)
(Name)

Date :

Attachment(s) :
1. Profile size photo (6 cm X 4 cm)
2. Photocopy of valid Photo ID etc.



Form-2



A project of (Organization’s name)
Blood Data Bank
 Address : _______________________________________
_______________________________________­­­­­­­­­­­­­­­­­­_________



Information about Blood Receiver’

Requested Blood Group : ‘         ’

Patient’s name :
Doctor’s name :
Hospital :
Patient’s representative’s name :
Phone :
Address :



I have read & understood the policy printed back of this form. I am searching blood on behalf of patient and now collecting information about interested blood donors from the database of Blood Data Bank. It’s our own responsibility to check donor’s blood group and germ-free state. If the provided information proved wrong Blood Data Bank authority or blood donor will not be responsible.



(Signature)
(Name)

Date :

Attachment :
(Photocopy of valid Photo ID etc.)



[সুধী, শুভেচ্ছা রইল। বিশুদ্ধ রক্তের সহজলভ্যতা নিশ্চিত করার জন্য বিকল্প সমাধান উপস্থাপন করছি। যদি তা কোন স্থানীয় সংগঠন বা ক্লাব, রাজনৈতিক দলের স্থানীয় শাখা, ক্যাম্পাস সংগঠন, পাঠাগার, অমুনাফাভোগী সংস্থা বাস্তবায়ন করে তবে কয়েক কোটি মানুষ উপকৃত হবে, সম্ভবত। যদি লেখাটি পরে আপনি একমত হন, তবে প্রস্তাব বাস্তবায়নে আপনার সাধ্যানুযায়ী উদ্যোগী ভূমিকা রাখবেন আশা করছি। আপনার সুবিধার্থে মূল ‘প্রবন্ধ’ এর পাশাপাশি দুটি সংক্ষিপ্ত ফরম দিলাম। ফরম দুটি যদি পৃথকভাবে ছেপে যদি তার পিছনে মূল ‘প্রবন্ধ’ ছাপান তবে তা একই সাথে ‘ফরম-১/লিফলেট’ এবং ‘ফরম-২/নীতিমালা’ হিসাবে কাজ করবে। ধন্যবাদ, তাওহীদুর রহমান ডিয়ার।]


ব্লাড ডাটা ব্যাংক


দূর্ঘটনা বা চিকিৎসা সংশ্লিষ্ট কোন কারনে রক্ত প্রয়োজন হয়। চাহিদার তুলনায় প্রাপ্ত রক্তের পরিমান অনেক কম। প্রতি বছর রক্তের অভাবে বিপুল পরিমান মানুষ মৃত্যুবরণ করেন। রক্তের চাহিদা পূরন নিশ্চিত করার জন্য বানিজ্যিক ভিত্তিতে পরিচালিত হয় ব্লাড ব্যাংক। মাদকসেবী-সহ কতিপয় ব্যক্তি (বিশেষত বানিজ্যিক ভিত্তিতে পরিচালিত) ব্লাড ব্যাংকে অর্থের বিনিময়ে রক্ত বিক্রি করেন যা এইডস সহ মারাত্বক সব রোগের বাহক। ব্লাড ব্যাংক স্থাপন করে রক্ত সংরক্ষন করাও ব্যয়বহুল। এই সমস্যা প্রতিহত করার জন্য প্রয়োজন সেচ্ছায় রক্তদানে আগ্রহী মহৎ ব্যক্তি এবং বিকল্প পদ্ধতি।

একটি অসাধারন তথ্যভান্ডার

ব্লাড ব্যাংকের তুলনায় ব্লাড ডাটা ব্যাংক সম্পূর্ন ভিন্ন। ব্লাড ব্যাংকে রক্ত জমা থাকে এবং ব্লাড ডাটা ব্যাংকে শুধু তথ্য জমা থাকে। রক্তের জন্য আগ্রহী বাক্তি ব্লাড ডাটা ব্যাংক হতে জরুরি মূহুর্তে রক্ত প্রদানে আগ্রহী তাদের নাম, ঠিকানা, ফোন নম্বর সংগ্রহ করতে পারেন। এটি নতুন আঙ্গিকে পুরনো একটি ধারনা যা সাংগঠনিক ভাবে বিকশিত হওয়া প্রয়োজন, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে। কোন স্থানীয় সংগঠন বা ক্লাব, রাজনৈতিক দলের স্থানীয় শাখা, ক্যাম্পাস সংগঠন, পাঠাগার, অমুনাফাভোগী সংস্থা খুব সহজেই এই ধারনা বাস্তবে প্রয়োগ করতে পারে।

সেবাই আদর্শ

যারা রক্ত প্রদানে আগ্রহী তারা ব্লাড ডাটা ব্যাংকে নিজেদের পরিচয় সেচ্ছায় লিপিবদ্ধ করবেন, অনুরুপভাবে রক্ত গ্রহিতাকে প্রয়োজনীয় সেবা গ্রহনের জন্য রক্তদাতা বা ব্লাড ডাটা ব্যাংকে কর্তৃপক্ষকে কোনরুপ অর্থ (এমনকি সার্ভিস চার্জ) প্রদান করতে হবে না। ব্লাড ডাটা ব্যাংকে কর্তৃপক্ষ সার্বিক ব্যবস্থাপনা সেবার মানসিকতা হতে পরিচালনা করছেন (ও করবেন)। তবে লক্ষ্যনীয়, রক্তদাতা-কে তার নির্ধারিত স্থান হতে উপযুক্ত যানবাহনে হাসপাতালে নেয়া ও রক্তদান শেষে  পূর্বঠিকানায় পৌছে দেয়া রক্তগ্রহিতার জন্য নৈতিক দায়িত্ব। এই বিষয়ে সকলের-এ সচেতনতা কাম্য।

রক্ত গ্রহনের সময় কর্তব্য

রক্তদাতা ব্লাড ব্যাংকে নিজের পরিচয় লিপিবদ্ধ করার সময় রক্তের যে গ্রুপ উল্লেখ করেন তা, এবং রক্তদাতার রক্ত জীবানুমুক্ত কিনা তা ব্লাড ডাটা ব্যাংক কর্তৃপক্ষ কখনই অনুসন্ধান করেন না। রক্তগ্রহিতাকে রক্ত গ্রহনের পূর্বে অবশ্যই নিজ দায়িত্বে রক্তের গ্রুপ  ও তা জীবানুমুক্ত কিনা তা পরীক্ষা করতে হবে। যদি উল্লেখিত রক্তের গ্রুপ পরবর্তীতে ভুল প্রমানিত হয় বা রক্তে জীবানু পাওয়া যায় তবে রক্তদাতা বা ব্লাড ডাটা ব্যাংক কর্তৃপক্ষ দায়ী হবেন না।

সকলের জন্যই উম্মুক্ত

১৮ হতে ৬০ বছর বয়সের যে কেউ প্রতি চার মাস অন্তর রক্ত দান করতে পারেন। অনুরুপভাবে এই সেবা ধর্ম, ভাষা, রাজনৈতিক আদর্শ, অর্থনৈতিক অবস্থান, শিক্ষাগত যোগ্যতা, বয়স, পেশা, ইত্যাদি নির্বিশেষে সকলের জন্য উম্মুক্ত।

ভাগ্য

নিজের বা নিজের পরিবারের কারো বিপদ যে কখন হবে না, তার নিশ্চয়তা কি ? আজ অন্যকে সহায়তা করলে সৃষ্টিকর্তা নিশ্চয় তার প্রতিদান দিবেন।



ফরম-১



(প্রতিষ্ঠানের নাম) এর একটি সমাজসেবা মূলক প্রকল্প
ব্লাড ডাটা ব্যাংক
ঠিকানা : ___________________
______________________________


 
রক্তদাতার তথ্য
রক্তের গ্রুপ ‘       ’

নাম :
জন্মতারিখ :
ফোন :
ঠিকানা :



আমি পিছনের পাতায় ছাপা নিয়মাবলি পড়েছি এবং অনুধাবন করেছি। আমি সেচ্ছায় রক্তদানে আগ্রহি এবং এই লক্ষে ব্লাড ডাটা ব্যাংকের সদস্য হতে আগ্রহ ব্যক্ত করছি। আমি ঘোষনা করছি যে উল্লেখিত তথ্য সঠিক এবং প্রয়োজনে ব্লাড ডাটা ব্যাংক কর্তৃপক্ষ বা রক্তগ্রহিতা আমার সাথে যোগাযোগ করতে পারবেন।



( স্বাক্ষর )
( নাম )



তারিখ
সংযুক্তি
১. ছবি
২. রক্তদাতার পরিচয়পত্রের ফটোকপি



ফরম-২



(প্রতিষ্ঠানের নাম) এর একটি সমাজসেবা মূলক প্রকল্প
ব্লাড ডাটা ব্যাংক
ঠিকানা : ___________________
______________________________



রক্তগ্রহিতার তথ্য
যে গ্রুপের রক্ত প্রয়োজন ‘       ’

রুগির নাম :
ডাক্তার এর নাম :
হাসপাতাল :
রক্তগ্রহিতার প্রতিনিধির নাম :
ফোন :
ঠিকানা :



আমি পিছনের পাতায় ছাপা নিয়মাবলি পরেছি ও অনুধাবন করেছি। আমি রুগির পক্ষে রক্ত অনুসন্ধান করছি এবং ব্লাড ডাটা ব্যাংকে সংরক্ষিত তথ্যভান্ডার হতে রক্ত প্রদানে আগ্রহি বাক্তির তথ্য সংগ্রহ করছি। রক্তদাতার রক্তের গ্রুপ ও তা জীবানুমুক্ত কিনা এই দুটি পরীক্ষার সম্পূর্ন দায়িত্ব আমাদের। কোন ক্ষতি বা ভুল হলে ব্লাড ডাটা ব্যাংক কর্তৃপক্ষ বা রক্তদাতা দায়ী হবেন না।



( স্বাক্ষর )
( নাম )



তারিখ
সংযুক্তি (রক্তগ্রহিতার পরিচয়পত্রের ফটোকপি)