Construction technique of The Great Pyramid is discovered

The Great Pyramid of Giza (also known as the Pyramid of Khufu) is the oldest and largest of the three pyramids in the Giza Necropolis bordering what is now El Giza, Egypt. It is the oldest of the Seven Wonders of the Ancient World, and the only one to remain largely intact. The Great Pyramid was built over a 10 to 20-year period concluding around 2560 BCE. Initially at 146.5 meters (481 feet), the Great Pyramid was the tallest man-made structure in the world for over 3,800 years. Initially at 146.5 meters (481 feet), the Great Pyramid was the tallest man-made structure in the world for over 3,800 years. There have been varying scientific and alternative theories about the Great Pyramid's construction techniques. The mass of the pyramid is estimated at 5.9 million tonnes. The Great Pyramid  consists of an estimated 2.3 million blocks to have been transported from nearby quarreies carried by boat either up or down the Nile River to the pyramid – believed by most people. The block used in King’s chamber is 80 tonnes. But it is a million dollar question, how the blocks were dragged, lifted or even rolled in place. It is only possible technique that the workforce cut mountains to shape it as pyramids.

People of the ancient period could not use modern technologies, or modern techniques. It is impossible to build a pyramid, even now, without the help of modern technology. No one will be able to do it. But with only hammer, cutters, water of Neil, The workforce have made this within a long time. Workmen cut the mountain to shape it as pyramids. Actually the was taller than the height of pyramid. After completing the outer shape, they made the tunnels, chambers, doors etc. They also scratched the surface of the pyramids body both inside and outside to show it as block-made. As they did not use man-made bricks, foundation or other process, so the pyramid is still intact against earthquake, storm or other natural disaster. We always think about foundation, beam, pillar, cement, concrete mixing but ancient workforce was not afraid about this. If it was built by pieces/blocks of stone, it would damage into dust within 4,500 years. Can anyone destroy a mountain with a sword? No warlord could destroy The Great Pyramid as it is actually a mountain.


Since June 2012 my family is planning to build an apartment complex with my neighbors, where we live now. A series meeting took place for this. We, the people of Dhaka city, are facing earthquakes from time to time. So I had to read books about construction process then. Suddenly I discovered this idea, if we cut a mountain to shape it as apartment complex, will be able to fight against earthquake. By this, now I realize how the ancient workforce developed The Great Pyramid.


Thanks,
Tawhidur Rahman Dear
 

পিরামিড নির্মান কৌশলের প্রকৃত রহস্য উম্মচিত

মিসরের পিরামিড বিশ্ববিখ্যাত যা সর্বপ্রাচিন ও সর্ববৃহৎ। এই পিরামিড সম্রাট খুফুর তৈরি বলে খুফুর পিরামিড নামেও পরিচিত। প্রাচিন পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যেও তা সর্বপ্রাচিন এবং এটাই একমাত্র অক্ষত। প্রায় ২৫৬০ খ্রিষ্টপূর্বে প্রায় ১০ হতে ২০ বছর সময় নিয়ে এই পিরামিড নির্মিত হয়। প্রায় ১৪৬.৫ মিটার (৪৮১ ফুত)উচ্চতা নিয়ে প্রায় ৩৮০০ বছর ধরে এই পিরামিড মানবসৃষ্ট স্থাপনার মধ্যেও সবচেয়ে উচু ছিল। পিরামিডের নির্মান কৌশল হিসেবে একাধিক বৈজ্ঞানিক ও বিকল্প তত্ত্ব প্রচলিত আছে। পিরামিডের ওজন আনুমানিক ৫৯ লক্ষ টন। বেশীরভাগ মানুষের বিশ্বাস - নীল নদের উজান বা ভাটি হতে নৌকায় করে ২৩ লক্ষ পাথর বহন করে এনে পিরামিড নির্মান করা হয়েছিল। সম্রাটের কক্ষের একটি ব্লকের ওজন ধরা হয় প্রায় ৮০ টন। কিন্তু এটা একটা মিলিওন ডলার প্রশ্ন যে কিভাবে এই পাথরের ব্লকগুলো সেখানে গড়িয়ে, বহন করে বা উঠিয়ে জায়গামত রাখা হয়েছে। এটাই একমাত্র সম্ভব ব্যখ্যা যে শ্রমিকরা একটি পর্বতকে কেটে পিরামিডের আকৃতি দিয়েছে।


প্রাচিন পৃথিবীর স্থপতিরা আধুনিক নির্মান প্রযুক্তি বা আধুনিক কৌশল ব্যবহার করতে পারেনি। আধুনিক প্রযুক্তির সহযোগিতা ছাড়া, এমনকি এখনও, পিরামিডনির্মান অসম্ভব। কেউ এটা করতে পারবেন না। কিন্তু শুধুমাত্র হাতুড়ি, কাটার, নীল নদের পানি বাবহের করে শ্রমিকরা দীর্ঘ সময়ে তা নির্মান করতে পারে। এটাই বাস্তব ব্যাখ্যা যে শ্রমিকরা পর্বতকে কেটে পিরামিডের আকৃতি দিয়েছে। মূলত পর্বতটি ছিল পিরামিডের বর্তমান উচ্চতার তুলনায় অধিক। বাইরের শেপটা দেয়ার পর তারা সুড়ঙ্গ, কক্ষ, দরজা ইত্যাদি তৈরি করেছে। তারা পিরামিডের ভিতরে ও বাইরে স্ক্রাচ করে দেয়ালকে এমন রুপ দিয়েছে যেন তা ব্লক বাবহের করে তৈরি এরুপ মনে হয়। যেহেতু তা মনুষ্য নির্মিত ইট, ফাউন্ডেশন, বা অন্য কোন প্রক্রিয়া অনুসরন করেনি তাই তা আজও ভুমিকম্প, ঝড়, বা প্রাকৃতিক অন্য কোন দুর্যোগের বিরুদ্ধে অক্ষত।আমরা সবসময় ফাউন্ডেশন, বীম, পিলার, সিমেন্ট, কংক্রিট মিক্সিং, এসব নিয়ে চিন্তা করি কিন্তু প্রাচিন স্থপতিরা এসব নিয়ে ভীত ছিলেন না। যদি পিরামিড পাথরের ব্লক দিয়ে নির্মান করা হত তবে তা এই কয়েক হাজার বছরে ধুলায় পরিনত হত। কেউ কি একটা তরবারি দিয়ে পর্বত ধ্বংস করতে পারে ? কোন যুদ্ধবাজ তাই পিরামিড ধ্বংস করতে পারেনি, যেহেতু তা মূলত একটি পর্বত।


আমরা এখন যেখানে বাস করি, গত জুন ২০১২ হতে আমার পরিবার, প্রতিবেশিদের সাথে নিয়ে একটি আপার্টমেন্ট কমপ্লেক্স নির্মানের চিন্তা করছে।ধারাবাহিক বৈঠক-ও এজন্য অনুস্ঠিত হয়। আমরা ঢাকা শহরের মানুষরা মাঝেমধ্যেই ভুমিকম্পের সম্মুখিন হচ্ছি তাই আমাকে নির্মান প্রক্রিয়া নিয়ে পড়শুনা করতে হল।আকস্মিকভাবে এই আইডিয়াটা আবিস্কার করলাম যে যদি আমরা একটি পর্বতকে যদি আপার্টমেন্ট কমপ্লেক্স -এ পরিনত করি তবে তা ভুমিকম্প প্রতিরোধক হবে।এভাবেই আমি উপলদ্ধি করলাম প্রাচিন স্থপতিরা কিভাবে পিরামিড তৈরি করেছিল।


ধন্যবাদ,
তাওহীদুর রহমান ডিয়ার