Best way to avoid Spam Call and Email

Often we receive disturbing calls or sometime we do not like to get call from unknown caller. Some telecom corporations and specially some Chinese mobile set manufacturer provide the option of 'call block service', which blocks incoming calls from some specific numbers. Users need to list the numbers in blacklist. But how many numbers we can list there? It does not fulfill our demand. Only if they provide 'Call Filter' service, then it will be a more effective solution. 

If any one activate 'Call Filter', s/he will receive call only from the listed numbers in phone book. Users will be able to make outgoing call to anyone; but for incoming, s/he will have to save caller's number in phone book first. Same conditions will be applied for SMS and MMS. For example, when anyone will open a bank account, they will have to know each other's official phone numbers and email address through which they will make contact. If telecom corporations provide extra facility, then user will be able to check public SMS and MMS from their web account. VIPs and celebrities will be able to distribute their phone number to anyone frequently. Telecom corporations will only fix some special numbers (e.g. 911 or Operators contact number), which user will not be able to block. 

Now about email. Mail Filter will deliver all email from unlisted contact to 'Public Box'. If user want to receive email in Mail Box, s/he will have to add sender's email address in contact book first. 'Public Box' will never use more than 20% of total size of mail quota/service. When 'Public Box' will be full, System will delete the oldest email of 'Public Box' automatically forever. If user delete any email from 'Public Box' (or Spam Box) manually, will not go to Trash Box - it will be deleted forever. But if adds the senders email address to contact book, the email will be automatically moved to Mail Box. In contact book , there will be an extra option of 'Approved Domain List'. if user list any domain or sub domain (e.g. paypal.com, wikipedia.org, office.yahoo.com, office.facebook.com) then all email under that domain or sub domain will directly be sent to Mail Box. After activation of 'Mail Filter' no one will be afraid to disclose their email address to public. Although provider will be able to contact with user, it will be fixed.

In addition, Spam Box will follow the same rule: It will not use more than 10% of total quota, when it will be full, System will delete the oldest email of Spam Box automatically forever. But the rule for the Mail Box, Sent Box, Trash Box will be different. These will use the rest 70% of space. When space will be full, System will never delete the old emails, rather than it will stop to receive new email in Mail Box and show 'WARNING'. User will buy more space or delete some old emails from Mail Box, Sent Box, Trash Box manually.

A lot of people are using multiple email accounts. only one of those is used as Original Inbox. Others are to hide the real one, sometimes those are mail forwarder only. So if top email service providers launch 'Mail Filter', then they will have to provide the option to merge multiple accounts into one account with the facility to select one of those as primary (default).



অনাকাঙ্ক্ষিত কল ও ইমেইল ঠেকানোর সেরা উপায়

আমরা প্রায়ই বিরক্তিকর কল রিসিভ করি বা অনেক সময় অনেক অপরিচিত নম্বর হতে কল রিসিভ করতে পছন্দ করি না। কিছু টেলিকম প্রতিষ্ঠান এবং চাইনিজ সেট উৎপাদনকারী 'কল ব্লক' সার্ভিস এর সুবিধা দিচ্ছে যা নির্দিষ্ট কিছু নম্বর হতে কল আসা বন্ধ করে। ব্যবহারকারীকে পূর্বে নম্বর ব্লাকলিস্টে তালিকাভুক্ত করতে হয়। কিন্তু এভাবে কতগুলো রাখা সম্ভব ? এটা আমাদের চাহিদা পুরোপুরি পূরণ করছে না। যদি তারা 'কল ফিল্টার' সার্ভিস চালু করে তবে সেটা হবে সত্যিকার অর্থেই যুগান্তকারী পদক্ষেপ। 

যদি কেউ 'কল ফিল্টার' চালু করে তবে সে শুধুমাত্র ফোনবুকের তালিকাভুক্ত নম্বর হতেই কল রিসিভ করতে পারবে। ব্যবহারকারী যে কোন নম্বরে আউটগোয়িং কল করতে পারবে কিন্তু ইনকামিং এর জন্য তাকে পূর্বে কলারের নম্বর ফোনবুকে সেভ করতে হবে। এসএমএস ও এমএমএস এর জন্যও একই ব্যবস্থা। উদাহরণস্বরূপ, যখন কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, তখন তাদের পরস্পরের ফোন নম্বর ও ইমেইল ঠিকানা জেনে নিতে হবে যার মাধ্যমে যোগাযোগ হবে। যদি টেলিকম প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত সুবিধা দেয় তাহলে ব্যবহারকারী তাদের ওয়েব একাউন্ট হতে 'পাবলিক এসএমএস' ও 'পাবলিক এমএমএস' দেখতে পারবে। 'কল ফিল্টার' সার্ভিস ব্যবহার করে ভি.আ্ই.পি ও সেলেব্রিটি-রাও উদারভাবে সবাইকে তাদের নম্বর দিতে পারবেন। টেলিকম কর্পোরেশন-গুলো শুধুমাত্র কিছু বিশেষ নম্বর ফিক্সড করবে (যেমন: ৯১১ বা অপারেটর এর যোগাযোগ নম্বর) যা ব্লক করা সম্ভব হবে না। 

এবার ই-মেইল প্রসঙ্গ। 'মেইল ফিল্টার' কন্টাক্ট লিস্ট বহির্ভূত কারো হতে আসা ইমেইল 'পাবলিক বক্সে' জমা করবে। যদি কোন ব্যবহারকারী 'মেইল বক্স' -এ ইমেইল পেতে চায় তবে তাকে পূর্বে প্রেরকের ইমেইল ঠিকানা কন্টাক্ট  বুকে তালিকাভুক্ত করতে হবে। 'পাবলিক বক্স' কখনোই সমগ্র সেবার ২০% এর বেশি ব্যবহার করবে না। যখন পাবলিক বক্স সম্পূর্ণ ভরে যাবে, তখন স্বয়ংক্রিয় ভাবে পাবলিক বক্সের সবচেয়ে পুরাতন ইমেইল টি চিরদিনের জন্য মুছে যাবে। যখন ব্যবহারকারী পাবলিক বক্সের (বা স্প্যাম বক্সের) কোন ইমেইল ম্যানুয়ালী মুছবে, তখন তা ট্রাশবক্সে যাবে না - এটা সরাসরি মুছে যাবে। কিন্তু কেউ যদি সেন্ডার এর ইমেইল এড্রেস-টি কন্টাক্ট বুকে সেভ করে তবে ইমেইল টি সরাসরি মেইল বক্সে চলে যাবে। কন্টাক্ট বুকেই পাশাপাশি একটি স্বীকৃত ডোমেইন তালিকার একটি অতিরিক্ত অপশন থাকবে। কেউ যদি নির্দিষ্ট কোন ডোমেইন বা সাব ডোমেইন (যেমন: paypal.com, wikipedia.org, office.yahoo.com, office.facebook.com) তাতে নথিভুক্ত করে, তবে এই ডোমেইন বা সাব ডোমেইন ব্যবহার করে পাঠানো সব ইমেইল সরাসরি মেইল বক্সে চলে যাবে। মেইল ফিল্টার চালু কেউ তার ইমেইল ঠিকানা জনসম্মুখে উন্মুক্ত করার ক্ষেত্রে দ্বিধাবোধ করবেন না। অবশ্য সংশ্লিষ্ট প্রভাইডারের সাথে ইউজার এর যোগাযোগ বাধাগ্রস্থ হবে না, এটা ফিক্সড। 

একই সাথে স্প্যাম বক্স-ও একই নিয়ম অনুসরণ করবে: এটা সম্পূর্ণ জায়গার ১০% এর অধিক ব্যবহার করবে না। যখন এটা ভরে যাবে, সার্ভিস তখন স্প্যাম বক্সের সবচেয়ে পুরাতন ইমেইল-টি স্বয়ংক্রিয় ভাবে চিরদিনের জন্য মুছে ফেলবে। কিন্তু মেইল বক্স, সেন্ট বক্স, ট্রাশ বক্সের নিয়ম হবে ভিন্ন। এগুলো জায়গার  বাকি ৭০% ব্যবহার করবে। যখন সম্পূর্ণ জায়গা ভরে যাবে, সার্ভিস কখনোই পুরাতন ইমেইল টি মুছবে না, বরং নতুন ইমেইল রিসিভ করা বন্ধ করবে, এবং সতর্ক সঙ্কেত প্রদর্শন করবে। ব্যবহারকারীকে হয় আরো স্পেস কিনতে হবে অথবা মেইল বক্স, সেন্ট বক্স ও ট্রাশ বক্স হতে কিছু পুরাতন ইমেইল নিজ দায়িত্বে মুছতে হবে। 

বিপুল সংখ্যক মানুষ একাধিক ইমেইল ঠিকানা ব্যবহার করে। তার মধ্যে কেবল একটি সত্যিকারের ইন-বক্স হিসাবে ব্যবহার হয়। বাকি সবগুলি আসলটা লুকানর জন্য, কোন সময় সেগুলো ইমেইল ফরওয়ার্ডার হিসাবে ব্যবহৃত হয়। তাই শীর্ষ ইমেইল সেবাদান-কারীরা যদি 'মেইল ফিল্টার' সার্ভিস চালু করে, তবে তাদের একাধিক অ্যাকাউন্ট একত্রিত করে একটিতে পরিণত করার সুযোগ দিতে হবে, সাথে তার মধ্যে কোনটি মূল (ডিফল্ট) হবে তা নির্ধারণ করার সুবিধাও থাকতে হবে।