Rebuilding of Ram Temple

Babur conquered India few hundred years ago, and started to rule as Mughal Emperor.  He was a Muslim by faith. Babur demolished Hindu shrine “Ram Temple”, and constructed a mosque in its place which became known as “Babri Mosque”. Although there was enough land to build mosque in whole India. Even there was enough space surrounding that Hindu shrine. So, definitely the decision to destroy shrine was only communal. 

Majority of Hindus strongly believe specifically this place as the exact birthplace of Rama, where Muslims built mosque. We hear regularly from Muslim that they are persecuted everywhere, but they never consider the issue of Ram Temple or demolition of Ram’s birthplace. When Muslim community starts self-criticism and leave occupancy mentality, from then attack from other communities will be decreased. Perhaps any Muslim may say that there is no proof that the specific place of Ayodhya is the birthplace of Ram. On the contrary any non-Muslim can say, there is no proof of Prophecy or Night Journey of Islam’s founder Muhammad. The religions are based on trust and emotion. But to build temple demolishing mosque or to build mosque demolishing temple is not accepted in any religion.

As Ayodhya is not any “Sacred place” of Muslims but most important for Hindus, so is it really very important to keep a mosque there? Rather government should allocate ten times more land at other-place and build a mosque there.  After that the whole birthplace of Ram will be rebuilt as “Ram Temple” – the Sacred place of Hindus. This special temple will be entirely controlled by the central government. It’s the best solution to avoid bloodshed, and to establish communal peace among Hindu and Muslims.

Don’t forget the verses of Holy Quran: “Commit no excesses in your religion”, Surah Al-Baqara, Ayah 85.




"রাম মন্দিরের পুননির্মান"

বাবর কয়েকশ বছর পূর্বে ভারত বিজয় করেন, এবং মোঘল সম্রাট হিসাবে শাসন শুরু করেন। তিনি ধর্মবিশ্বাসে মুসলিম ছিলেন। বাবর হিন্দু উপাসনালয় রাম মন্দির ধ্বংস করেন, এবং এর জায়গায় একটি মসজিদ  নির্মাণ করেন যা বাবরি মসজিদ নামে পরিচিতি হয়। অথচ সমগ্র ভারতে মসজিদ নির্মাণের জন্য পর্যাপ্ত জমি ছিল। এমনকি উল্লেখিত মন্দিরের চতুঃপার্শ্বে প্রচুর খালি জায়গা ছিল। তাই নিশ্চিতভাবেই মন্দির ধ্বংস করার সিদ্ধান্ত ছিল শুধুমাত্র  সাম্প্রদায়িক।

সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মাবলম্বী দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই নির্দিষ্ট স্থান স্পষ্টভাবেই রামের জন্মস্থান, যেখানে মুসলমানেরা মসজিদ নির্মাণ করে। আমরা মুসলমানদের থেকে নিয়মিতভাবেই শুনি যে তারা সব জায়গায় নির্যাতিত, অথচ তারা রাম মন্দির বা রামের জন্মস্থান ধ্বংসের বিষয়টি কেউ আমলেই নেন না। মুসলিম সম্প্রদায় যখন আত্বসমালোচনা শুরু করবেন ও দখলদারিত্ব মনোভাব ত্যাগ করবেন, তখন হতে এমনিতেই অন্য ধর্মাবলম্বীদের হতে আক্রমণ এমনিতেই হ্রাসপ্রাপ্ত হবে। কোন মুসলিম হয়ত বলবেন যে অযোধ্যার ঐ নির্দিষ্ট স্থান যে রামের জন্মস্থান তার কোন প্রমাণ নেই। তার পাল্টা যুক্তিতে কোন অ-মুসলিম বলতে পারেন, ইসলামের প্রতিষ্ঠাতা  মোহাম্মদের নবুয়াতপ্রাপ্তি বা মেরাজের কোন প্রমাণ নেই। ধর্ম বিষয়টি বিশ্বাস ও আবেগ নির্ভর। তবে মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ বা মন্দির ভেঙ্গে মসজিদ নির্মাণ কোন ধর্মই সমর্থন করে না।

যেহেতু অযোধ্যা মুসলমানদের কোন তীর্থস্থান নয় বরং তা হিন্দুদের জন্য অতিশয় গুরুত্বপূর্ণ, তাই সেখানে মসজিদ রাখা কি আসলকেই খুব জরুরি? বরং সরকারের উচিত অন্য স্থানে দশগুণ জমি বরাদ্দ করে মসজিদ নির্মাণ করে দেয়া। অতঃপর রামের সম্পূর্ণ জন্মস্থানটি রাম মন্দির হিন্দুদের তীর্থস্থান-রূপে গড়ে তোলা হবে। এই বিশেষ মন্দিরটি সম্পূর্ণভাবেই কেন্দ্রীয় সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হবে। রক্তপাত এড়াতে ও হিন্দু-মুসলিম সম্প্রীতি প্রতিষ্ঠায় এটাই সেরা সমাধান।

পবিত্র কোরানের আয়াত ভুলে যাবেন না: তোমরা নিজেদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, সূরা আল বাক্বারাহ, আয়াত ৮৫