How to learn English easily?

English is now global language. You like it, or dislike it – you can’t escape from it. If you don’t know English beside your mother language, you won’t be able to walk in a parallel way with others.


Everyone should learn two languages. First, mother language; and second, English. There are more than five thousands languages all-over the world. But you don’t need to know all the languages to talk with any people of this planet. If everyone learns English beside mother language, then anyone can talk with anyone using English. If a Chinese learns English and Chinese, if a Russian learns English and Russian, if a Japanese learns English and Japanese, if a French learns English and French, if a Spanish learns English and Spanish – then if they meet anytime they will be able to communicate easily with others by English. This means only English as second language is the alternative of these five thousands languages.


Normally schools teach students in class, but we always think of easiest way to be fluent in English. How to do that? We will now discuss the solution here.


School mainly keeps focus on grammar which is not the best way to learn communicative English. Just think about other people surrounding you. Not every one of them went to school. Majority of them don’t have any academic certificate of graduation level. But they are talking with everyone by their mother languages. It proves that grammar is not mandatory for learning a language – it’s only important to improve formal standard.


When someone gives birth to a baby, the kid first listens everything, then after a time starts to talk. The kid becomes very talkative before attending school. So, the most effective steps, way to learn a language are:


  • First, Listen
  • Second, Talk
  • Third, Read
  • Fourth, Write


So, right now start talking with all guys and girls you know who can speak English fluently. You will make a lot of mistakes, but don’t be worried. Just like a little baby learns mother language within several years, same thing will be happened to you.


Now if you don’t know any English-speaking people or refuses to help you, then? The best alternative is to watch English movies on television or internet, obviously with subtitle. When you see, try to read the subtitle and mimic it instantly. No need to do it loudly, but your ears must listen your voice. It will help you for all four steps of learning. You are listening the dialogues, beside that you are reading and saying the dialogues. You may don’t know all the words, so keep a notebook with you. Write all unknown words there and lookup the meaning in dictionary after finishing the movie. Write each word for ten times, Practice! If you watch one movie every day, you will be able to speak with anyone fluently by English after two or three years.


Remember, it will only help you for “day to day English”. After two or three years, you must start reading daily newspaper and also consider attending English class to learn grammar for “official English” or “formal English”.


Take care. Thank you!






কিভাবে সহজে ইংরেজি শেখা যায়?


ইংরেজি এখন একটি বৈশ্বিক ভাষা। আপনি এটা পছন্দ করুন, আর নাই করুন এটাকে এড়িয়ে যাবার কোন রাস্তা নাই। যদি আপনি মাতৃভাষার পাশাপাশি ইংরেজি না জানেন, আপনি অন্যদের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না।


প্রত্যেকের উচিত দুটো ভাষা শেখা। প্রথমত, মাতৃভাষা; আর দ্বিতীয়ত ইংরেজি ভাষা। সমস্ত পৃথিবী জুড়ে পাঁচ হাজারের অধিক ভাষা আছে। কিন্তু এই গ্রহের কোন মানুষের সাথে কথা বলার জন্য আপনার সব ভাষা জানার প্রয়োজন নেই। যদি প্রত্যেকে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি শিখে নেয়, তাহলে যে কেউ যে কারো সাথে ইংরেজি ব্যবহার করে কথা বলতে পারবে। একজন চাইনিজ যদি ইংরেজি ও চাইনিজ শিখে, একজন রাশিয়ান যদি ইংরেজি ও রাশিয়ান শিখে, একজন জাপানি যদি ইংরেজি ও জাপানি শিখে, একজন ফ্রেঞ্চ যদি ইংরেজি ও ফ্রেঞ্চ শিখে, একজন স্প্যানিশ যদি ইংরেজি ও স্প্যানিশ শিখে তাহলে যদি তারা কখনো আলাপ করে, তবে ইংরেজি ব্যবহার করে অন্যদের সাথে সহজেই কথা বলতে পারবে। এটার অর্থ হল, দ্বিতীয় ভাষা হিসেবে শুধুমাত্র ইংরেজি এই পাঁচ হাজার ভাষার বিকল্প।


সাধারণত স্কুলগুলো ক্লাসে শিক্ষার্থীদের শিখায়, কিন্তু আমরা সবসময়ই ইংরেজিতে দক্ষ হবার সবচে সহজ পথটা চিন্তা করি। কিভাবে সেটা করা যায়? আমরা এখন সেই সমাধানটাই আলোচনা করবো।


স্কুল প্রধানত ব্যাকরনের উপরেই বেশি গুরুত্ব আরোপ করে যা দৈনন্দিন জীবনে ইংরেজি বলা শেখার জন্য সেরা পদ্ধতি নয়। আপনি আপনার আশেপাশের মানুষজনের কথা চিন্তা করুন। তাদের প্রত্যেকে স্কুলে যায়নি। তাদের বেশিরভাগেরই গ্র্যাজুয়েশন লেভেলের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নেই। কিন্তু তারা সবাই আর সবার সাথে মাতৃভাষায় কথা বলছে। এটাই প্রমাণ করে যে কোন ভাষা শেখার জন্য ব্যাকরন অত্যাবশ্যকীয় নয় এটা শুধুমাত্র প্রমিত মানের উন্নতির জন্য জরুরী।


যখন কেউ একটি শিশুর জন্ম দেয়, তখন বাচ্চাটি সব কিছু শুনে, তারপর একটা সময় কথা বলা শুরু করে। স্কুলে যাওয়ার পূর্বেই বাচ্চাটি কথা বলতে অনেক পটু হয়ে উঠে। তাই, কোন ভাষা শেখার সবচেয়ে কার্যকর ধাপগুলো হলঃ


  • প্রথমে, শোনা
  • দ্বিতীয়ত, কথা বলা
  • তৃতীয়ত, পড়া
  • চতুর্থত, লেখা


তাই, ঠিক এই মূহুর্ত হতে আপনার পরিচিত যত নারী-পুরুষ ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারে, তাদের সাথে কথা বলা শুরু করুন। আপনি প্রচুর ভুল করবেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। যেমন একটি ছোট বাচ্চা কয়েক বছর ধরে মাতৃভাষা শিখে, আপনার ব্যাপারেও ঠিক তাই ঘটবে।


কিন্তু এখন যদি ইংরেজি বলা মানুষের সাথে পরিচয় না থাকে, বা আপনাকে সাহায্য করতে আগ্রহী না হয়, তাহলে? সেরা বিকল্প হল টেলিভিশনে বা ইন্টারনেটে ইংরেজি ভাষায় নির্মিত সিনেমা দেখা, অবশ্যই সাবটাইটেল সহ। যখন আপনি দেখবেন, সাবটাইটেল পড়ার চেষ্টা করবেন, এবং তাৎক্ষনিকভাবে ঠোঁটে ঠোঁট মিলিয়ে বলবেন। এটা জোরে করার প্রয়োজন নেই, তবে আপনার কান যেন অবশ্যই আপনার কথা শুনতে পারে। এটা আপনাকে শেখার চারটা ধাপেই সহযোগিতা করবে। আপনি সংলাপ শুনছেন, পাশাপাশি তা পড়ছেন এবং তা বলছেন। আপনি হয়ত সব শব্দ জানবেন না, তাই সাথে একটা নোটবুক রাখুন। সেখানে সব অপরিচিত শব্দ লিখুন এবং সিনেমা শেষ করার পর অভিধানে শব্দের অর্থ খুঁজে দেখুন। প্রতিটা শব্দ দশবার লিখুন, প্র্যাকটিস! আপনি যদি প্রতিদিন একটি সিনেমা দেখেন, দুই বা তিন বছর পর যে কারো সাথে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে সক্ষম হবেন।


মনে রাখবেন, এটা আপনাকে শুধু দৈনন্দিন জীবনে কথা বলার ভাষার ক্ষেত্রে সাহায্য করবে। দুই বা তিন বছর পর অফিসে ব্যবহারের ইংরেজি বা প্রমিত ইংরেজি শেখার জন্য আপনি অবশ্যই দৈনিক পত্রিকা পড়া শুরু করবেন এবং ইংরেজি ক্লাসে উপস্থিত হবার কথাও বিবেচনা করবেন।


ভাল থাকবেন। ধন্যবাদ!