Rahul’s Interview




(1)

“Mr. Rahul, You impressed us. We like you”
- Thank you, sir.
“You studied in a poor government funded university, not from any elite private university. Your academic results, though fairly standard, but your out-knowledge is outstanding.”
- Okay, sir.
“Tell us, how much salary do you want?” The age of this man of interview board may be ten years older than me. Soft smell of chewing gum is coming out from his mouth.
- Ten thousand dollars sir.
(All three of interview board exchanged glance between them. One woman, two men. One of the two men is probably short. As he is sitting on a chair, I could not understand clearly.)
“Our budget, however, is three thousand dollars. At the very beginning, ten thousand is too much.”
- Coming from that far is quite a hassle, sir. The traffic jam will take four hours in transport. And ...
“but our other facilities are quite good” Madam's voice is sweet, she has used excessive makeup. Probably she is 45.
-What kind of facilities madam?
“In our office, you can use Internet for browsing Facebook and watch the news of stock market in website. You need to complete your main official duty, that’s it. We pay 30% of lunch bills. Two bonuses every year. If someone gets married, we give a television as gift. If anyone wants to quit job we don't lock payment ........... ”
- Wait a minute! What did you say before Madame?
“We do not withhold salary if anyone wants to quit the job”
- No, the earlier. The matter of marriage?
“When someone gets married, we give a television for our employee as wedding gift.” Short boss replied now. There is a spark of happiness in his face.
- I have a question, sir.
“Sure.”
- If I divorce my wife and marry another girl, will you give me television again? How many times in a lifetime will this opportunity be available?
“What a terrible plan! Man, are you British?”



(2)

“Mr. Rahul, You impressed us. We like you”
- Thank you, sir.
“You are permanent in Dhaka. Aren't you?”  The office does not have air conditioning, the furniture looks too old. General Manager is taking the interview.  He has a fat body.
- Yes, sir.
“Your family home?” I started to think about the question, why do I need a house for a receptionist job? Although at this type of crisis moment, whatever job I get, I will take it.
- Yes, sir.
“That's why I like you. But the rules of our company are very strict. All the staffs must deposit security money during the job because we have all valuable furnitures and gadgets in our entire office.” I again looked at old furnitures.
- Really? How much will be my salary, and how much is the security?
“We will you pay eight hundred dollars per month, and you have to keep Ninety thousand dollars as security. If you quit your job you will get it back. But you will not be able to leave job before three years.”
- Seriously? Sir, will you give me the bank interest when I keep that money in your company’s bank account?
“Why should we give that to you?” GM looked bothered.
- Many banks or financial institutions offer 6% interest rate. If you deposit Ninety thousand dollars as security, then the monthly interest will be four hundred and fifty dollars. You will pay eight hundred. Then the actual salary is three hundred and fifty dollars only. Isn't it, sir?
“Look, I don't like talkative stuff like you. If you don't do the job, then leave. Millions of boys and girls are unemployed. We are not touching your feet.”
- I also did not touch your feet for the job. You should find a stupid to offer this type of job. Bye.



(3)

“Mr. Rahul, You impressed us. We like you”
- Thanks Madam.
“I don't understand just one thing. We wrote in the circular to give reference of two famous people who are relatives of you or somehow known to you.” I see three beautiful corporate-look women on the interview board. All three are watching my CV.
- I did. I have given the names of the two relatives in reference.
“Yes. But one of the is Vladimir Putin, the President of Russia, another one is Donald Trump, the American President. They are your relatives?”
- Yes.
“How?”
- All of our ancestors are Adam-Eve. That is why the whole mankind is my relative. So both Vladimir Putin and Donald Trump are my relatives.
“We like your smart answer.” Three of them first exchanged glance. But the woman in the middle talked. The other two are silent. She is  like thirty. She is beautiful, but the eyebrow is probably plucked.
- When should I join?
“There are only two small problems.”
- What’s that?
“You have to give a reference of a really important relative, it is very important to us. Your smart answer is not working. And the second problem is, we don’t allow anyone without experience. So you are not getting job.”
- It could have been written on the ad of job. I came here from far long. Upon arriving here, the receptionist told us to write down the references of two famous people with a pen on the CV. There are too many people sitting outside. And I don't understand. It's an entry-level job, why do you need experience here?
“Why not? tell me!”
- How could a person gathers experience if he or she never worked before? When someone gets promotion to mid-level, or switches somewhere else, experience is required. Why are you asking for experience at the beginning of my life?
“I don't want to understand. This is my life policy. I will not hire anyone in my office without experience. This is the final decision. My father is the owner of this company, and I am the CEO, so I can do anything here.” I clearly understood that, this lady is the top boss of the office. The other two are older but stuff only. Is this top boss married? I need to know.
- Oh! Madam, are you married?
“Why?”
- Are you looking for an experienced husband for you? Anyone married twice or once before? We have someone like this in our neighborhood. He is a local shoe maker, Mr. John. He is looking for a virgin girl for his fifth marriage. Should I give him a call?
“Why are you talking nonsense?”
- When did I say nonsense? I respect your wishes. Or, you can also ask your younger sisters, if there any. Or if you become mother in future, then you can tale your daughter to marry ‘experienced’ guys.
“Out! Get away!”
- Ok! Goodbye However, you have my number on my CV. If you agree to marry the shoemaker, just give me a call. I will be the matchmaker without any service charge.



(4)

“Mr. Rahul, You impressed us. We like you”
- Thanks sir.
“If I call you dude or bro, will that be a problem?”
- No, sir.
“In our office, we are too liberal. You will call me bro, not sir. Okay? This is the rule of our office.”
- Okay sir. Sorry, bro.
“You have master’s degree in Political Science. Very good. But we value the out-knowledge here too much, not the academic certificate. Do you read daily newspapers on regular basis?”
- I read newspapers regularly since my childhood. A long ago, I was used to read printed newspaper. But now I read the online version.
“Good! Do you read storybooks?”
- Yes, regularly.
“Which one you are reading right now?”
- The Hellfire Club by Jake Tapper.
“Who are your favorite writers?”
- Alistair MacLean, Robert Ludlum, James Headley Chase, Wilber Smith, Clive Cussler, Frederick Forsyth.
“All of these writers are spy thriller writers. Excellent. Do you have read the books of Stephen King?”
- Yes.
“Have you read all the books of Dan Brown?”
- Yes. I have read. Big brother, I'm actually a serious type reader. I have eaten, and then flushed all the English literature. In my student life, I hid paperbacks at the time of reading text books to fool my mother's eye. That is why my academic results were not always good. If I could, I would sit in the commode and read a story book. My current washroom does not have adequate space to do this. However, if we re-build our house in future, I will arrange a side table or holder to keep books. There is no necessity to waste fifteen minutes inside. I want to do the both.
“Oh! After a long time I have found my brother from another mother. I have never seen your type serious reader. I am a serious reader too. I attached Algebra formulas in my latrine’s wall when I was a student. Well, come on, let's go for a little deeper. ........... Analyze some characters from Tony Morrison's novel.”
- Brother, Tony ..... I mean .... I didn't hear the name of this person in my entire life.
“You said a little earlier that you have eaten, and then flushed away all the English literature. If you could, you would read books sitting on commode. And you haven't heard Tony Morrison's name. What do you mean?”
- What is the problem?
“She got the Nobel Prize in Literature, and what do you mean by ‘What is the Problem?’, tell me.”
- Let me explain.The world's largest library is the 'Library of Congress', where they have thirty five million books. If a man learns to speak and read books just after birth, then if he reads one book every day, he will be able to read 365 books in a year. 3,650 books in ten years. If he lives for hundred years, he will read 36,500 books. If anyone reads 3 books each day for hundred years, he or she will be able to read average one hundred thousand books. It would not be possible to read thirty four million nine hundred thousand books among thirty five million books. The author’s name that you have just told me, are in the list of thirty four million nine hundred thousand 'unread books'.

(Total silence all around except the dimming sound of the air conditioner.)







(১)

"রাহুল সাহেব, আপনাকে আমাদের খুব পছন্দ হয়েছে।"
- ধন্যবাদ স্যার।
"আপনার একাডেমিক রেজাল্ট যদিও মোটামুটি মানের, তার উপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন। কিন্তু আপনার আউট-নলেজ খুব প্রখর।"
- ওকে স্যার।
"বলুন, স্যালারি কত চান?" প্রশ্নকর্তার বয়স আমার থেকে দশ বছরের একটু বেশি হতে পারে। মুখ থেকে হাল্কা চুইংগামের গন্ধ আসছে।
- বিশ হাজার স্যার।
(ইন্টারভিউ বোর্ডের তিনজন মুখ চাওয়াচাওয়ি করলেন। একজন নারী, দুজন পুরুষ। দুজন পুরুষের একজন সম্ভবত সাংঘাতিক বেঁটে, চেয়ারে বসে থাকায় শিউর বোঝা গেল না)
"আমাদের বাজেট অবশ্য ছিল দশ হাজার। শুরুতেই বিশ হাজার একটু বেশি হয়ে গেলো।"
- সেই মিরপুর থেকে ফার্মগেট পর্যন্ত যাওয়া আসা করা যথেষ্টই ঝামেলা স্যার। ট্রাফিক জ্যামেই দুইবারে চার ঘণ্টা চলে যাবে। আর ...
"কিন্তু আমাদের অন্যান্য ফ্যাসিলিটি ভালো" কড়া মেকআপ দেয়া ম্যাডামের কণ্ঠটা খুব মিষ্টি।
-সেটা কি রকম ম্যাডাম?
"আমাদের অফিসে কাজের ফাঁকে ফেসবুক আর শেয়ার মার্কেটের খবর দেখার জন্য ইন্টারনেট চালাতে পারবেন। মূল ডিউটি ঠিক থাকলেই হয়। লাঞ্চের ৩০% বিল আমরা দেই। বছরে দুটা ঈদ বোনাস। কেউ বিয়ে করলে আমরা একটা টেলিভিশন উপহার দেই। কেউ চাকুরী ছেড়ে দিতে চাইলে আমরা বেতন আটকিয়ে দেই না ........... "
- এক মিনিট! শেষের আগেরটা কি বললেন ম্যাডাম?
"কেউ চাকুরী ছেড়ে দিতে চাইলে আমরা বেতন আটকিয়ে দেই না"
- না, এর আগেরটা। বিয়ের ব্যাপারটা?
"কেউ বিয়ে করলে আমরা একটা টেলিভিশন উপহার দেই।" এবার বেঁটে স্যারের উত্তর। উনার মুখে কেমন খুশির ঝিলিক।
- আমার একটা প্রশ্ন ছিল, স্যার।
"নিশ্চয়ই বলেন"
- আমি যদি বিয়ে করার কিছুদিন পর বউকে ডিভোর্স দিয়ে আবার নতুন করে অন্য একটা মেয়েকে বিয়ে করি, তাহলে কি আপনারা আবার টেলিভিশন উপহার দিবেন? সারাজীবনে কয়বার এই সুযোগ পাওয়া যাবে?
"কি সাংঘাতিক পরিকল্পনা! ভাই, আপনার বাড়ি কি নোয়াখালী?"



(২)

"রাহুল সাহেব, আপনাকে আমাদের খুব পছন্দ হয়েছে।"
- ধন্যবাদ স্যার।
"ঢাকায় আপনারা স্থায়ী। তাই না?' অফিসে এয়ার কন্ডিশনিং নেই। আসবাবপত্র কেমন যেন পুরনো। প্রশ্নকর্তা অফিসের জি.এম.। ভারী শরীর।
-জ্বি, স্যার।
"নিজেদের বাড়ি?" প্রশ্ন শুনে ভাবছি রিসিপশনিস্টের চাকুরীর জন্য বাড়ি দরকার কেন? অবশ্য আকালের দিনে যে চাকুরী পাই তাই লাভ।
- জ্বি, স্যার।
এজন্য আপনাকে আরও বেশি ভালো লেগে গেলো। তবে আমাদের কোম্পানির নিয়ম হল, স্টাফরা অবশ্যই সিকিউরিটি মানি চাকুরী চলাকালীন সময়ে জমা রাখবে। কারন আমাদের পুরো অফিস জুরে মূল্যবান সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা। আমি আবার-ও পুরাতন আসবাবপত্রের উপর নজর বুলালাম।
- তাই? তা আমার বেতন কত, আর সিকিউরিটি মানি কত?
"আপনাকে মাসে আট হাজার টাকা দিব, আর পাঁচ লাখ টাকা সিকিউরিটি মানি রাখতে হবে। এটা চাকুরী ছেড়ে দিলে ফেরত পাবেন। তবে তিন বছরের আগে চাকুরী ছাড়া যাবে না।"
- তাই? স্যার, এই সিকিউরিটি মানি রাখার জন্য আমি কি কোন ইন্টারেস্ট পাব?
"সেটা আমরা কেন দিব?" জি.এম. কেন যেন বিরক্ত হলেন।
- অনেক ব্যাংক বা ফিনানশিয়াল প্রতিষ্ঠান ১২% হারে ইন্টারেস্ট দেয়। পাঁচ লাখ টাকা ডিপোজিট করলে মাসে ইন্টারেস্ট পাব পাঁচ হাজার টাকা। আপনারা বেতন দিবেন আট হাজার। তাহলে সত্যিকারের বেতন হল মোটে তিন হাজার। তাই না স্যার?
"ভাই, এত বেশি কথা বলা স্টাফ আমার পছন্দ না। চাকুরী করলে করেন, না করলে না করেন। লাখ লাখ ছেলে মেয়ে বেকার। আমরা আপনার পায়ে ধরতেছি না।"
- আমিও চাকুরীর জন্য আপনার পায়ে ধরি নাই। আপনি কোন অপদার্থকে ধরে চাকুরী দিয়ে দেন। আল্লাহ হাফেজ।



(৩)

"রাহুল সাহেব, আপনাকে আমাদের খুব পছন্দ হয়েছে।"
- ধন্যবাদ ম্যাডাম।
"শুধু মাত্র একটা জিনিস-ই বুঝতে পারছি না। আমরা বিজ্ঞপ্তিতে লিখেছিলাম দুজন বিখ্যাত মানুষের রেফারেন্স দিতে যারা আপনার আত্মীয় বা পরিচিত।" ইন্টারভিউ বোর্ডে তিনজন-ই নারী। তিনজনই উবু হয়ে আমার সিভি দেখছেন।
- আমি দিয়েছি তো। দুজন আত্মীয়ের নাম রেফারেন্সে দিয়েছি।
"হ্যাঁ। কিন্তু একজন শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আরেকজন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান রাষ্ট্রপতি। তারা আপনার আত্মীয়?"
-জ্বি।
"কিভাবে?"
- আমাদের সবার পূর্বপুরুষ তো আদম-হাওয়া। সেই হিসাবে সমগ্র মানবজাতি-ই আমার আত্মীয়। তাই শেখ হাসিনা আর ডোনাল্ড ট্রাম্প দুজনেই আমার আত্মীয়।
"আপনার স্মার্ট উত্তর খুব ভালো লেগেছে।" তিনজন-ই প্রথমে মুখ চাওয়াচাওয়ি করলেন। কথা বললেন মাঝেরজন। অন্য দুজন চুপ। শুধু মাঝের জনই কথা বলছেন। বয়স তিরিশের মত হবে। দেখতে যথেষ্ট সুন্দরী, তবে ভুরুটা মনে হয় প্লাক করা।
- জয়েন করছি কবে থেকে?
"শুধু ছোট্ট দুটা সমস্যা ছিল।"
- কি সমস্যা?
"আপনাকে সত্যিকারের কোন গুরুত্বপূর্ণ আত্মীয়ের রেফারেন্স দিতেই হবে, এটা খুব জরুরী। আপনার স্মার্ট উত্তরে কাজ হচ্ছে না। আর দ্বিতীয় সমস্যা হল, আমরা অভিজ্ঞতা ছাড়া নেই না। তাই আপনার চাকুরীটা হচ্ছে না।"
- সেটা নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখতে পারতেন। সেই মিরপুর থেকে আসা লাগত না। এখানে আসার পর রিসিপশনিস্ট প্রত্যেককে সিভিতে কলম দিয়ে দুজন বিখ্যাত মানুষের রেফারেন্স লিখে দিতে বলল। এতগুলো মানুষ বাইরে বসা। আর আমি বুঝতে পারছি না। এটা এন্ট্রি লেভেলের জব, এখানে অভিজ্ঞতা লাগবে কেন?
"কেন লাগবে না, সেটা শুনি!"
- যে জীবনে চাকুরী-ই করেনি, সে কিভাবে অভিজ্ঞতা অর্জন করবে? আর কেউ চাকুরী করে মিড-লেভেলে প্রমোশন পায়, বা অন্য কোথাও সুইচ করে, তখন অভিজ্ঞতা প্রয়োজন হয়। একদম জীবনের শুরুতেই অভিজ্ঞতা কিসের?
"অত কিছু বুঝি না। এটা আমার জীবনের পলিসি। আমি অভিজ্ঞতা ছাড়া আমার অফিসে কাউকে চাকুরী দিব না। এটাই ফাইনাল। এটা আমার বাবার কোম্পানি, আর আমি সি.ই.ও., তাই আমি যা ইচ্ছা তাই করতে পারি। বুঝা গেল এই মাঝেরজনই অফিসের টপ বস। পাশের দুইজন বয়সে বড় হলেও স্টাফ। এই টপ বসের কি বিয়ে হয়ে গিয়েছে? জানা দরকার।
- ও! তা ম্যাডাম, আপনি কি বিবাহিত?
"কেন?"
- আপনি কি আপনার জন্য অভিজ্ঞতা সম্পন্ন পাত্র খুজতেছেন? আগে দুই বা একবার বিয়ে করেছে এরকম কেউ? আমাদের এলাকার এরকম আছে একজন। ইলেকট্রিক মিস্ত্রি আক্তার। উনি তৃতীয় বিয়ের জন্য মেয়ে খুজতেছে। আমি কি উনাকে ফোন দিব?
"আপনি আজেবাজে কথা বলছেন কেন?"
- আজেবাজে কথা কখন বললাম? আমি আপনার ইচ্ছাকে সম্মান জানাচ্ছি। আপনি আপনার ছোটবোন, যদি থাকে আরকি, তাদের জন্যও বলতে পারেন। কিংবা ভবিষ্যতে মেয়ের মা হলে। ....
"আউট! বিদায় হন!"
- ওকে! বিদায়। তবে আমার সিভিতে আমার নাম্বার আছে। আমাদের এলাকার ইলেকট্রিক মিস্ত্রির সাথে বিয়েতে রাজি হলেই আমাকে ফোন দিবেন। বিনে পয়সায় ঘটকালি করে দিব।



(৪)

"রাহুল সাহেব, আপনাকে আমাদের খুব পছন্দ হয়েছে।"
- ধন্যবাদ স্যার।
"তোমাকে তুমি করে বলি। সমস্যা হবে?"
- না স্যার।
"আর আমাদের অফিসে আমরা খুব লিবারেল। তুমি আমাকে 'স্যার' না, 'ভাইয়া' বলে ডেকো। আমাদের অফিসে এটাই নিয়ম।"
- জ্বি, স্যার! সরি। জ্বি, ভাইয়া।
"সরকারি বাঙলা কলেজ থেকে পড়াশুনা করেছ। রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি আছে। খুব ভালো। তবে আমাদের এখানে আমরা আউটনলেজের সিরিয়াস মূল্য দেই। তোমার পত্রপত্রিকা পড়ার অভ্যাস আছে?"
- ছোটবেলা থেকেই পড়ি। আগে প্রিন্টের পত্রিকা পড়তাম। এখন অনলাইন সংস্করণে পড়ি।
"গুড! গল্পের বই পড়?'
- নিয়মিত পড়ি।
"এই মুহুর্তে কোনটা পড়ছ?
- হুমায়ুন আহমেদের প্রিয়তমেষু পড়ছি।
"কারা তোমার ফেভারিট লেখক?"
- হুমায়ুন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল, কাজী আনোয়ার হোসেন, রকিব হাসান, এলিস্ট্যার ম্যাকলীন, রবার্ট লুডলাম, জেমস হেডলি চেজ, উইলবার স্মিথ, ক্লাইভ কাসলার, ফ্রেডরিক ফরসাইথ প্রমুখ।
"সাবাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেনা পাওনা পড়েছ?"
- হ্যাঁ। পড়েছি।
"রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন পড়েছ ?"
- হ্যাঁ। পড়েছি। ভাইয়া, আমি কিন্তু মারাত্মক পাঠক। বাংলা সাহিত্য আর ইংরেজি সাহিত্য আমি ধুয়ে খেয়ে ফেলছি। স্টুডেন্ট লাইফে বইয়ের ভাজে তিন গোয়েন্দা রেখে পড়তাম। এজন্য আমার একাডেমিক রেজাল্ট-ও সুবিধার না। আমিতো পারলে ল্যাট্রিনের ভিতর বসে গল্পের বই পড়ি। আমাদের বাসার বর্তমান ল্যাট্রিন নর্মাল মানের হওয়ায় সুবিধা করতে করতে পারছি না। তবে ভবিষ্যতে নিজের টাকায় বাড়ি বানালে সাইডে ফল্ডিং টেবিল বা হোল্ডার রাখার ব্যবস্থা করব। দশ-পনের মিনিট অপচয় করে লাভ কি? একদিকে কাজ-ও চলবে, অন্যদিকে বই-ও পড়া হবে।
"বহুদিন পড় একজন মনের মত মানুষ পাওয়া গেলো। এই রকম সিরিয়াস পাঠক আর দেখি নাই। আমিও সিরিয়াস পাঠক। ল্যাট্রিনের দরজায় আমি আগে এলজেব্রার সূত্র লটকিয়ে রেখেছিলাম। তুমি আর আমি তো পুরা ভাই ভাই। আচ্ছা আসো, আরেকটু ডিপ আলোচনায় যাই। উমম ............. তুমি টনি মরিসনের উপন্যাসের কিছু চরিত্র বিশ্লেষণ কর"
- ভাইয়া, মানে ....... আমি এই টনি না কি যেন বললেন, উনার নাম-ই শুনি নাই।
"তুমি একটু আগে বললা, ইংরেজি সাহিত্য ধুয়া খায়া ফেলছ। পারলে ল্যাট্রিনের ভিতরেও গল্পের বই পড়তে চাও। আর তুমি টনি মরিসনের নাম-ই শুনো নাই। মানে কি?"
- তো সমস্যা কি?
"উনি সাহিত্য নোবেল প্রাইজ পাওয়া, আর সমস্যা কি মানে?'
- আমি ব্যাখ্যা করে বলি। পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি হল 'লাইব্রেরি অব কংগ্রেস', যেখানে বই আছে সাড়ে তিন কোটি। একজন মানুষ যদি জন্মের পর-ই কথা বলতে আর বই পড়তে শিখে যায়, তাহলে প্রতিদিন একটি বই পড়লে বছরে ৩৬৫টি বই পড়তে পারবে। ১০ বছরে ৩,৬৫০টি। যদি ১০০ বছর আয়ু হয়, তবে ৩৬,৫০০টি বই। প্রতিদিন ৩টি বই পড়লে এক লাখের একটু বেশি হবে। অর্থাৎ লাইব্রেরি অব কংগ্রেসের সাড়ে তিন কোটি বইয়ের মধ্যে তিন কোটি ঊন-পঞ্চাশ লাখ বই পড়া সম্ভব হবে না। আপনি যার নাম বললেন, তার বই সেই তিন কোটি ঊন-পঞ্চাশ লাখ 'না পড়া বই' এর তালিকায় আছে।

(চারপাশে শুনশান নীরবতা। শুধু এয়ার কন্ডিশনারের হাল্কা ঝির ঝির আওয়াজ।)